গত ১৪ অক্টোবর স্বাক্ষরিত চিঠি রাজধানীর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন ঢাকা মহানগরীর সকল মাদরাসায় অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।
চিঠিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন ঢাকা মহানগরীর সকল মাদরাসায় অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিজ নিজ মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের নির্ধারিত ছক অনুসারে এক্সেল শিট পূরণ করে আগামী ১৯ অক্টোবরের মধ্যে madrasahvaccination@gmail.com ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।
নির্ধারিত ছকে শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, ছাত্র বা ছাত্রী, শিক্ষার্থীর জন্ম তারিখ, অভিভাবকের মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের এডুকেশন ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) উল্লেখ করে তথ্য পাঠাতে হবে।
চিঠিতে আরও বলা হয়, তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে সংযুক্ত এক্সেল শিটে পূরণ করে পাঠাতে হবে।