আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করল সরকার

হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে ট্রাইবুনাল গঠন করার অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়।

সোমবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা।

১৯৬০ সালের ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৮২ সালে বিসিএস পাস করে ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগদান করেন। জেলা ও দায়রা জজ এর চাকরি থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন।

গত ৮ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ হিসেবে নিয়োগ পান।

এ জাতীয় আরো সংবাদ

হাইকোর্টে হেফাজতের চার কর্মীর জামিন

আনসারুল হক

হঠাৎ ইমরান খানকে সুপ্রিম কোর্টের তলব

নূর নিউজ

গভীররাতে বিধবার বাড়িতে ধরা পড়লো এএসআই

নূর নিউজ