আফগানিস্তানে পরিস্থিতি নিয়ে বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একের পর এক হামলায় ১৩ মার্কিন সেনা, তালেবান সদস্যসহ শত মানুষের মৃত্যু, যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা।

 

সব মিলিয়ে এখনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ জরুরি বৈঠকে বসছে ৩০ আগস্ট (সোমবার)। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইংরেজি দৈনিক ডন জানিয়েছে,- ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে, যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে। যেসব ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায়, তাদের কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে।

এ জাতীয় আরো সংবাদ

হাজার বছর পর দুই নবীর কবরের সন্ধান

নূর নিউজ

ওমরাহ করতে মক্কায় বিভিন্ন দেশের নওমুসলিমরা

নূর নিউজ

মসজিদে নববীতে আল্লামা আহমদ শফী রহ.-এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনসারুল হক