আফগানিস্তানে বিদেশগামীদের বিমানে উঠিয়ে চাঁদা নিচ্ছে মার্কিন সেনাসদস্যরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে যায়।এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে।

ইরানি বার্তা সংস্থার ‘নূর নিউজ’ জানিয়েছে, মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। তারা বিমানবন্দরে ভিড় করা আফগান নাগরিকদেরকে বিদেশগামী বিমানে উঠিয়ে দিতে সহযোগিতা করার জন্য একেকজনের কাছ থেকে সুবিধামতো ৫০০  থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।

দেশ ত্যাগকারী আফগান নাগরিকদের উদ্ধৃতি দিয়ে নূর নিউজ এ খবর জানিয়েছে।এতে বলা হয়েছে, যারা চাঁদা দিতে পারছে না তাদেরকে কোনোক্রমেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না মার্কিন সেনারা। আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর প্রচার করছে না।

তবে এভাবে হুড়োহুড়ি করে দেশত্যাগ না করতে আফগান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো আফগান নাগরিকদের নিয়ে তাদেরকে নীচু মানের কাজে নিয়োগ দেবে। তিনি আফগানিস্তানের জনগণকে দেশত্যাগ উৎসাহিত না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন সেনাদের চাঁদাবাজির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত না হওয়ার কারণে সম্পর্কে পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের অগ্রাভিযানের মুখে আমেরিকা ও ব্রিটেনসহ সবগুলো পশ্চিমা দেশ আফগান যুদ্ধে শোচনীয় পরায়বরণ করেছে। এ অবস্থায় এসব পশ্চিমা দেশের গণমাধ্যমে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাস্তবতার উল্টোচিত্র তুলে ধরা হবে  এটাই স্বাভাবিক।তাদের মতে, পরাজিত শক্তির গণমাধ্যমে আফগানিস্তান সম্পর্কে ইতিবাচক খবর আশা করা যায় না।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে আল আ’কসা’য় প্রবেশে মুসল্লিদের বিধিনিষেধ দিচ্ছে ই’স’রায়ে’ল

নূর নিউজ

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম

নূর নিউজ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে

নূর নিউজ