আমাদের টাকা ফেরত দিন, যুক্তরাষ্ট্রকে নতুন সরকার

আফগানিস্তানের সব অর্থ কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এই সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ (মঙ্গলবার) উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আজ (মঙ্গলবার) আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান।

মুত্তাকি আরও বলেছেন, আমেরিকা আফগান জনগণের ওপর ২০ বছরব্যাপী যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তার প্রভাবে মানুষ এখনও কষ্ট পাচ্ছে। এর মধ্যেই আবার আফগানিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বিনা শর্তে অবিলম্বে আফগান অর্থ ছাড় দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অন্তত সাতশ’ কোটি ডলার আমেরিকায় গচ্ছিত ছিল। গত ফেব্রুয়ারিতে এক আদেশের মাধ্যমে গচ্ছিত অর্থের অর্ধেক অর্থাৎ সাড়ে তিনশ’ কোটি ডলার হাতিয়ে নিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার।

তারা প্রকাশ্যেই বলছে, এই অর্থ আফগানিস্তানকে আর ফেরত দেওয়া হবে না। বাকি সাড়ে তিনশ’ কোটি ডলার ফেরত দেওয়ার কথা তখন তারা বলছিল, কিন্তু এখনও তা ফেরত দেওয়া হয়নি।

আফগানিস্তানকে ২০ বছর জবরদখলে রাখার পর গত বছরের আগস্টে সেদেশ ছেড়ে চলে গেছে মার্কিন বাহিনী। এই জবরদখলের কারণে লাখ লাখ আফগান নিহত হয়েছেন। আহত ও গৃহহারা মানুষের সংখ্যা অগণিত। আর্থিক ক্ষতির খতিয়ানটাও বেশ লম্বা

এ জাতীয় আরো সংবাদ

হেঁটে হজে যাচ্ছেন এনভার, পাড়ি দিয়েছেন ১০ দেশ

নূর নিউজ

লন্ডনে মুফতি আব্দুস সালাম চাটগামীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নূর নিউজ

নারীর পেটের ভেতরে মিলল ডাক্তারের গামছা, তদন্তের নির্দেশ

নূর নিউজ