আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান

আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার কামরাঙ্গীরচরের এক হতদরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গত ৪ মার্চ শুক্রবার বিকেলে অসুস্থ স্বামী ও তিন সন্তান নিয়ে অর্থনৈতিক সংকটে পড়া সেই নারীর বাসায় গিয়ে তার হাতে একটি Jack সেলাই মেশিন তুলে দেন আমেনা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মুহা. শের আলী। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ, সমাজকর্মী মাওলানা আনসারুল হক ইমরান। সেলাই মেশিন পেয়ে হতদরিদ্র নারী আবেগে আপ্লোত হয়ে পড়েন এবং আমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ পরিচালনা কমিটির সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আমেনা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছা সেবা সংস্থা। সংস্থাটি ২০১৬ সাল থেকে বাংলাদেশের ঢাকা, নোয়াখালী, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অভাবী, দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা দিয়ে আসছে।

এ জাতীয় আরো সংবাদ

সালথায় নামাজরত অবস্থায় মাদরাসা শিক্ষকের স্ত্রীর ইন্তেকাল

আনসারুল হক

‘নিউইয়র্ক টাইমস’ প্রতিবেদনে বাংলাদেশী আলেম মুফতি ইসমাঈল

আনসারুল হক

আন-নুর হেল্পিং হ্যান্ডের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

নূর নিউজ