আমেরিকায় গির্জায় গুলি করে যাজক হত্যা

আমেরিকায় গির্জার যাজককে গুলি করে হত্যা করেছে ডেওনটে ওলেন নামে ২১ বছর বয়সী এক খ্রিষ্টান সন্ত্রাসী। নিহত যাজকের নাম ম্যাক উইলিয়াম (৬২)।

এ সময় বন্দুকধারীর হামলায় গির্জায় উপস্থিত আরও দুজন গুরুতর আহত হয়েছেন। টেক্সাসের

রোববার (০৩ জানুয়ারি) সকালে টেক্সাসের স্টারভিল চার্চে এ হামলার ঘটনা ঘটে।

কাউন্টি শেরিফ ল্যারি স্মিথ জানান, ডালাসের ১০০ মাইল পশ্চিমে অবস্থিত এই চার্চে হামলাকারী ডেওনটে ওলেন লুকিয়ে ছিলেন। পরে সুযোগ বুঝে হামলা করেন।  হামলার পর যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

উৎস, ওয়াশিংটন পোস্ট

এ জাতীয় আরো সংবাদ

অমনোযোগী শিক্ষার্থীদের মারধর নয় : প্রধানমন্ত্রী

নূর নিউজ

হাতের ইশারায় বধিররা যেখানে কুরআন শেখে

নূর নিউজ

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ ও আযহারীর ইসলামিক কনফারেন্সে ঢল নেমেছে প্রবাসী বাংলাদেশীদের

নূর নিউজ