আরবি ভাষা দিবসে ঢাকায় আল নূর কালচারাল সেন্টারের আরবি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আরবি ভাষা দিবস উপলক্ষে আল নূর কালচারাল সেন্টারের আরবি বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মাতুয়াইলস্থ আলনূর এডুকেশন কমপ্লেক্স মিলনায়তনে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের সমাজকল্যাণ পরিচালক ও আল-নূর জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক আহমদ। প্রধান আলোচক হিসেবে কাতার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম-খতীব ও আল নূর কালচারাল সেন্টার কাতার-এর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। বিশেষ আলোচক হিসেবে ছিলেন আরবি ‘মাউয্ যমযম’ গ্রন্থের লেখক ও কাতার বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মাওলানা আবু তালেব। দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন মাদরাসাতুল মা’আরেফ ঢাকার পরিচালক ও আল নূর কালচারাল সেন্টারের শিক্ষা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী। উপস্থিত ছিলেন মাদরাসাতুল মা’আরেফ ঢাকার শিক্ষকবৃন্দ।

কাতার থেকে লাইভে মুখ্য আলোচক মাওলানা ইউসুফ নূর বলেন, আল নূর কালচারাল সেন্টার শুরু থেকে সমাজসেবা, সাংস্কৃতিক, শিক্ষা ও গবেষনাধর্মী কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান। গত কয়েক বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। তাছাড়া বাংলাদেশী আরবি লেখকদের বই প্রকাশের মাধ্যমে তাদের উৎসাহিত করে আসছে আল নূর সেন্টার। ইতিপূর্বে আল নূর সেন্টারের উদ্যোগে  আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. রচিত আরবি আত তাওহিদ ওয়াশ শিরক প্রকাশিত হয়েছিল। এবার ছেপেছি মাওলানা আবু তালেব রচিত মাউয্ যমযম । এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ আলোচক মাওলানা আবু তালেব বলেন, আরবি ভাষা চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আল নূর সেন্টারের সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার এবং অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরুস্কার প্রদান করা হয়। সভাপতির দুআর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ জাতীয় আরো সংবাদ

খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন

আনসারুল হক

রোববার কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি

আনসারুল হক

সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না

নূর নিউজ