আলেম-ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি।বু

ধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় নাগরিক পার্টি’র উদ্যোগে এবং হাসনাত আব্দুল্লার তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত দেড় দশক সময় ধরে ইসলামিক যে পড়াশোনা আমাদের মাদরাসাগুলোতে হয়েছে, সেগুলো দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে।

জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় তাদের শিকার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধর্মীয় যে লোকগুলো রয়েছি তারা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি আমাদের সব সময় আমাদের দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক উসকানিতে আমাদের সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখেছি ভবিষ্যতেও সেভাবে এগিয়ে যাব।’

কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির আসন হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবীদ্বার আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলব। গত ৭ মাসে দেবীদ্বারের অনেক পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশক সময়ের চেয়ে অনেক পরিবর্তন করেছি।

ভবিষ্যতেও জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আরো সৃষ্টিশীল উন্নয়নের ধারায় নিয়ে যাব। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ন্যায়, সাম্য সামাজিক সুবিচারের রাষ্ট্র হিসেবে কায়েম করব।’

হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিএনপি কুমিল্লা (উ.) জেলা সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত; পাসের হার ৮০:৩৮

আনসারুল হক

রাজধানীতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ভ্যান বিতরণ

নূর নিউজ

ভারতে রমজানেও মুসলিম নির্যাতন, ১৫১ আলেমের উদ্বেগ

আনসারুল হক