ইউক্রেনকে শান্তির সমঝোতা করতে দিচ্ছে না পশ্চিমারা :‌ মস্কো

ইউক্রেনকে শান্তির সমঝোতা করতে দিচ্ছে না পশ্চিমারা। তারা যুদ্ধ দীর্ঘায়িত করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন।

রোববার এক বক্তব্যে পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী এই মন্তব্য করেন।

তিনি বলেন, এ মুহূর্তে পশ্চিমা দেশগুলো যুদ্ধ চলমান রাখতে যা যা প্রয়োজন তার সব কিছুই করছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে শান্তির পথে কথা বলতে, আলোচনা করতে সর্বপরি এগোতে দিচ্ছে না।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দেন। জাতীয়তাবাদী ‘নাৎসি’ মুক্ত করতে এই অভিযান দাবি মস্কোর। যুদ্ধ ১৩১তম দিনে গড়িয়েছে। ভয়াবহ এ লড়াইয়ে দুই দেশের হাজার হাজার সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: তাস নিউজ

এ জাতীয় আরো সংবাদ

ইরানের পূর্বাঞ্চলে আইআরজিসি’র নিরাপত্তা মহড়া চলছে

নূর নিউজ

৮৮ বছর পর তারাবি অনুষ্ঠিত হচ্ছে হায়া সোফিয়ায়

নূর নিউজ

কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজকে বিরল সম্মান জানালেন এরদোয়ান

নূর নিউজ