ইচ্ছে

মনে হচ্ছে স্মৃতির স্পর্শ থেকে অনেক দূরে সরে যাচ্ছি, কিছু না থাকার শূন্যতা খুব একটা তীব্র মনে হচ্ছে না। কোথাও গিয়ে কিছু করা বা দেখার ইচ্ছে হচ্ছে না।
ইচ্ছে না থাকার কারণেই কি এমনটি হচ্ছে?
কিন্তু আমি তো তাকে স্পর্শ করতে চাই,
তাকে নিয়ে ভাবতে চাই,
আমি তাকে ফিরে পেতে চাই।

আমার শুধু ইচ্ছে করে নতুন কিছু ভাবতে,
ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে।
আমার শুধু ইচ্ছে করে নতুন করে হাসতে,
ইচ্ছে করে সবার সাথে সাগর জলে ভাসতে।

ইচ্ছে আমার আছে বলে মন চায় যে বাঁচতে,
বাঁচতে যখন ইচ্ছে করে করতে হবে কাজ,
কী করিব কী বলিব ভাবছি বসে আজ!

ভাসতে হলে সাগর জলে করতে হবে কষ্ট,
সময় এখন অল্প হাতে না হয় যেন নষ্ট,
ইচ্ছে আছে সফল হব সে বিষয় স্পষ্ট।

ইচ্ছে করে সবার সাথে মিশতে আমি চাই,
কারও ইচ্ছে না থাকিলে কিছু করার নাই।
থাকবে না কেউ পাশে আমার পরাজিত হলে,
থাকতে হবে একা যখন সবাই যাবে ফেলে।

ইচ্ছে করে নতুন করে ভালোবাসি জীবনটারে,
ইচ্ছে করে পেতে আবার নতুন করে সময়টারে।

আর কতকাল ইচ্ছে করে থাকব আমি বসে?
করতে হবে এবার কিছু ধরছে মন কষে।

ইচ্ছে করে জীবন ভরে স্বপ্ন দেখে গেলাম শুধু,
চলে আমি এসেছি আজ সব কিছু ফেলে,
ইচ্ছে হলে থাকিস পাশে খারাপ সময় এলে,
আসব আমি ছুটে তখন ভালোবাসা পেলে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ আক্কাস আলী ফকির ইন্তিকাল করেছেন!

নূর নিউজ

কাতারে ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার সম্পন্ন

নূর নিউজ

মসজিদের ইমামসহ নিউইয়র্কের ‘ওজন পার্ক’ এলাকায় এ পর্যন্ত ৮ বাংলাদেশি খুন

নূর নিউজ