ইনসাফ ফাউন্ডেশন পল্লবীর ইসলামী মহাসম্মেলন আগামীকাল

ইনসাফ ফাউন্ডেশন পল্লবী এর উদ্যোগে জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইসলামী মহাসম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে।

মিরপুর -১২, পল্লবী মেট্রোস্টেশন সংলগ্ন হারুন মোল্লা (লাল মাঠ) ঈদগাহ মাঠ  সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

ইসলামী মহাসম্মেলনে আলোচনা পেশ করবেন মাওলানা জুনায়েদ আল হাবিব  (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম, সাভার),  মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (প্রতিষ্ঠাতা পরিচালক,  মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ, হেমায়েতপুর, সাভার। বয়ান বাদ আসর।), বিশিষ্ট মুফাসসিরে কুরআন মুফতী আবদুল বাতেন কাসেমী (খতীব,মিরপুর -১১কেন্দ্রীয় মসজিদ ও মুহতামিম, জামিয়া মুহাম্মদীয়া আরাবিয়া মাদরাসা। বয়ান বাদ মাগরিব)।

আরও আলোচনা করবেন মুফাসসিরে কুরআন মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। বয়ান বাদ এশা), বিশিষ্ট মুহাদ্দিস মুফতী আরিফ বিন হাবিব (শাইখুল হাদিস, জামিয়া শরিফিয়া আরাবিয়া লালবাগ, ঢাকা। বাদ মাগরিব।), মুফতী আলী হাসান ওসামা (প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুল ইমাম আনওয়ার শাহ কাশ্মীরি (রহ.) রাজবাড়ী। বয়ান বাদ জুমা)।

সম্মেলনে ক্বিরাত পরিবেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফেজ মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ।

ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হাফেজ মুহাম্মদ ইলিয়াছ (সভাপতি, ইনসাফ ফাউন্ডেশন পল্লবী)।

এছাড়া, সম্মেলনে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতী আবদুল ওয়াহিদ কাসেমী, মুফতী মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জাকির হোসাইন কাসেমী, মুফতী সাইফুজ্জামান, মুফতী আবদুল বারী, মুফতী ইমরান হোসাইন কাসেমী, জনাব ইন্জিনিয়ার সিরাজ উদ্দিন চৌধুরী, জনাব লুৎফুর রহমান, জনাব আবদুল মালেক, জনাব আইনুর রহমান পাভেল, জনাব গোলাম মোস্তফা, জনাব ফেরদৌস আলম পাটোয়ারী বুলবুল ।

সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশনায় থাকছে আবু রায়হান ও কলরব শিল্পী গোষ্ঠী এবং মাহমুদ হুজাইফা ও কাসিদাহ্ শিল্পী গোষ্ঠী।

মাহফিল পরিচালনা করবেন মুফতী রফিকুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি, ইনসাফ ফাউন্ডেশন পল্লবী)।

ইনসাফ ফাউন্ডেশন পল্লবীর  সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী সম্মেলন প্রস্তুতি বিষয়ে জানান, আলহামদুলিল্লাহ! আমাদের প্রস্তুতি সম্পন্ন। আশা করছি, দ্বীনি সেবায় আমরা মানুষের মনে পৌঁছাতে পারব, ইনশাআল্লাহ।

এদিকে সম্মেলন বাস্তবায়ন (এন্তেজামিয়া) কমিটির পক্ষে ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামীম কবির উক্ত ইসলামী মহাসম্মেলন সফল করতে সকলের উপস্থিতি এবং একান্ত সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

জুমার দিন যে সুরা তিলাওয়াত করলে বাঁচা যাবে দাজ্জালের ফেতনা থেকে

নূর নিউজ

‘ইসলামি শাসন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে’

নূর নিউজ

একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

নূর নিউজ