৪ এপ্রিল, ২০২৫ খ্রি. আলমডাঙ্গা ইসলামিয়া একাডেমিতে ইমদাদুল হকের ‘মুনাজাত’ কাব্যগ্রন্থের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুনাজাত বইয়ের কবিতা পাঠ করেন, সোহেল রানা, ইসমাইল শিপন, শারজিল হাসান, মো: মাহফুজ, সাব্বির আহমেদ, বেলায়েত হোসেন বিপু, তাওহিদ খান, আবু শুয়াইব শিমুল, তামজিদ হাসান আবির, নাদিউজ্জামান রিজভী, আল মাসুদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল সাঈদ ও তাওহিদুজ্জামান রাব্বি।
কবিতা পাঠ পর্ব শেষে বইটির ওপর পর্যালোচনা করেন কবি আহমাদ কাজল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রভাষক আল মাসুদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্র মুশফিক তরফদার, কবি ও লেখক নাদিউজ্জামান রিজভী এবং আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজুল হক দিপু।
ইসলামিক কালচারাল সেন্টার আবর্তন আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহমাদ আন নাফি, হানিফুজ্জামান বিপ্লব, ইব্রাহিম গাজী এবং উযাইর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কাজল আহমেদ।