ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

রাজশাহী জেলা প্রশাসন এবং ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮৭ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

চেক বিতরণ অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

প্রসঙ্গত, ইসলামী ফাউন্ডেশন রাজশাহী জেলার ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ২০২১-২২ অর্থবছরে ১০ লাখ টাকার ঋণ ও আর্থিক সাহায্য প্রদান করছে। এর মধ্যে রাজশাহী জেলার ৯টি উপজেলা ৮১ জন এবং রাজশাহী মহানগরীর ১২ থানার ৮৪ জনকে ৪ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হলো। পাশাপাশি জেলার ২২ জন ইমাম ও মুয়াজ্জিনকে ১৫ হাজার টাকা করে বিনাসুদে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক

আল্লামা শফীর রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

আনসারুল হক

অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না : মাওলানা মিয়াজী

আলাউদ্দিন