ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ফিলিস্তিন ও দখলদার ইসরাইলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। শুক্রবার (১৩ অক্টোবর) সপ্তম দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ। এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। হামলা-পাল্টা হামলার মধ্যেই বৃহস্পতিবার ইসরাইল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবার ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নিতে ইসরাইল যাচ্ছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আগামীকাল শনিবার (১৩ অক্টোবর) তার সেখানে যাওয়ার কথা।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসরাইলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে জানতে করতে প্রতিরক্ষামন্ত্রী সেখানে যাচ্ছেন। এই যুদ্ধে ইসরাইলের কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা— সফরে সে আলোচনাও হবে হবে।

সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরো সংবাদ

৫০০ বছরের পুরনো হাতে লেখা কোরআন মিললো তাইওয়ানে

নূর নিউজ

গাজায় ত্রাণ বিতরণের সময় মৃত্যুর ঘটনার ‘নিন্দা’ জাতিসংঘ প্রধানের

নূর নিউজ

হোয়াইট হাউজের সামনে সুরক্ষার দাবিতে সংখ্যালঘুদের ৩২টি সংগঠনের বিক্ষোভ

নূর নিউজ