ইসরাইলের গণহত্যাকে পূর্ণ সমর্থন ট্রাম্পের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত তিন দিনের হামলায় ইতোমধ্যে ৭০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে শিশুই রয়েছে দুই শতাধিক। তবে এর মধ্যেই ইসরাইলের সেই হামলাকে “পূর্ণ সমর্থন” জানালেন ট্রাম্প।

বৃহস্পতিবার (২১ মার্চ) অবরুদ্ধ উপত্যকায় মৃত্যুর মিছিলের মধ্যেই স্থানীয় সময় এ কথা জানিয়েছে হোয়াইট হাউস।

প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গাজ্জা পুনরায় দখলদার ইসরাইলের হামলা নিয়ে হামাসকে দোষারোপ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি চান সব জিম্মি ফিরে আসুক।

মঙ্গলবার থেকে গাজ্জায় শুরু হওয়া ইসরাইলের আকস্মিক বিমান হামলায় ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে স্থল হামলাও শুরু করেছে ইসরাইল।

এই নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে দখলদার ইসরাইল।

২০২৩ সালের অক্টোবরে হামাস যখন ইসরাইলে আক্রমণ চালায়, তখন থেকে গাজ্জায় ইসরাইলি সামরিক অভিযানে অর্ধলক্ষের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

সূত্র : এএফপি ও আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরো সংবাদ

ভ্লাদিমির জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা

নূর নিউজ

ভারতে মুসলিম নির্যাতনের বিবরণ তুলে ধরল ‘নিউইয়র্ক টাইমস’

নূর নিউজ

‘নিউইয়র্ক টাইমস’ প্রতিবেদনে বাংলাদেশী আলেম মুফতি ইসমাঈল

আনসারুল হক