ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টকে ঘায়েল করাই শত্রুদের উদ্দেশ্য: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি আজ বলেছেন, শত্রুরা ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টকে ঘায়েল করতে চায়।

ইরানে গতকাল ইসলামী বিপ্লবের বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ইরানের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইসলামী বিপ্লব। শত্রুরা এই বিপ্লবের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পথে বাঁধা সৃষ্টি করে রেখেছে। এসবই করছে ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে ধ্বংস করতে।

শেকারচি বলেন, বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্মান ও মর্যাদার অধিকারী এবং দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। এসবই সম্ভব হয়েছে শহীদদের রক্ত এবং সর্বোচ্চ নেতা সুচিন্তিত দিকনির্দেশনার কারণে।

আল্লাহর রহমতে এই ইসলামী রাষ্ট্রের সাফল্য অর্জনের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন ইরানের এই প্রভাবশালী সেনা কর্মকর্তা।

এ জাতীয় আরো সংবাদ

ফের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন এরদোগান

আনসারুল হক

সুইডেনে কুরআন অবমাননায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে: হেফাজত

নূর নিউজ

সব ষড়যন্ত্র পেছনে ফেলে এরদোয়ানের স্মরণীয় বিজয়ের সাক্ষী পুরো বিশ্ব

নূর নিউজ