ইসলামী শিক্ষা ধ্বংসে পরীক্ষায় ধর্মশিক্ষা বাতিলের প্রস্তাব : চরমোনাই

আগামী প্রজন্ম রক্ষায় শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামি শিক্ষা ধ্বংস করতে একটি চক্র ২০২৩ সালে পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাতিলের প্রস্তাব করেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আধুনিক সমাজ ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। মানুষ অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। দেশে আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে এবং বাচ্চারা ঘরে ফেরে, সেই দেশে ইসলামী শিক্ষা নিয়ে চক্রান্ত বরদাশত করা হবে না।

নতুন ইসি আইনের প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া নতুন ইসি আইন চলমান সংকট আরও ঘনীভূত করবে এবং জনগণের কল্যাণ বয়ে আনবে না।

সমাবেশ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

আল্লাহর প্রিয় হওয়ার ৫ উপায়

নূর নিউজ

যাদের ওপর জুমার নামাজ আবশ্যক নয়

নূর নিউজ

এক খতম কুরআন পড়ার সওয়াব

নূর নিউজ