এ সময়ে কমলালেবু খাবেন যে কারণে

এখনও তেমন শীত পড়েনি। স্বাস্থ্য সচেতন যারা, তারা শীতের শুরু থেকেই শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জোগান দিতে চান। যাতে চট করে ঠান্ডা না লাগে, সারা শীতে সংক্রমণজনিত সমস্যায় ভুগতে না হয়।

শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কমলালেবু। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকে না। আর কী কী কারণে কমলালেবু খাওয়া যায়?

• কমলালেবুতে ভিটামিন সি ছাড়াও ক্যালশিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং বি রয়েছে। এই সমস্ত উপাদান রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে সাহায্য করে।

• কমলালেবুর মধ্যে রয়েছে ফ্ল্যাবনয়েড্‌স। যা আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। নিয়মিত কমলালেবুর রস খেলে মস্তিষ্কের স্নায়ুর জটিল রোগ অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া কিংবা পার্কিনসন্সের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

• চোখ ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ভিটামিন এ। পুষ্টিবিদেরা বলছেন, কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন চোখের যত্ন নিতে পারে।

• কমলালেবুর মধ্যে ভিটামিন সি-র পরিমাণ সবচেয়ে বেশি। তাই ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত সিরাম, ক্রিম মাখার পাশাপাশি কমলালেবু খাওয়ার অভ্যাস করতে বলেন পুষ্টিবিদেরা।

• বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কমলালেবু খেলে হার্টের জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে। কারণ, এই লেবুর মধ্যে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এ জাতীয় আরো সংবাদ

গরমে অতিরিক্ত চা খেলে কী হয়?

নূর নিউজ

শীতে চোখ ভালো রাখবে যে ৫ খাবার

নূর নিউজ

চিন থেকে সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

নূর নিউজ