এক নজরে রমাদান মাসে সংগঠিত ঐতিহাসিক ঘটনাবলী

মানবসৃষ্টিলগ্ন থেকই পবিত্র রমাদান মাসে সংঘটিত হয়েছে অসংখ্য ঘটনা। যা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। এর কিছু তুলে ধরা হলো আজকের আয়োজনে।
১ রমাদান:
ক. রাসূলুল্লাহ (সা.)-এর নবুওয়াত লাভ।
খ. ইবরাহীম (আ.) সহীফাপ্রাপ্ত হন।
গ. রাসূলুল্লাহ (সা.) কর্তৃক যাইনাব বিনতে খুযাইমা রা.কে বিয়ে করেন।
ঘ. সালাতুল ইসতিসকা প্রচলন প্রচলন শুরু হয়।
২ রমাদান:
ক. মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা।
খ. কায়রোয়ান শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন।
গ. আব্বাসী খিলাফাতের গোড়াপত্তন।
ঘ. আসকালান শহর ধ্বংসকরণ।
৩ রমাদান:
ক. ঐতিহাসিক এই দিনে রাসূলুল্লাহ (সা.) বদর যুদ্ধের জন্য বের হন।
খ. হযরত ফাতিমা (রা.)-এর ইন্তেকাল করেন।
৪ রমাদান:

সিইফুল বাহার অভিযান।
৫ রমাদান:
ক. আব্দুর রহমান আদদাখিলের জন্ম।
খ. সালাহউদ্দিন আইয়ুবীর নির্দেশে নৌবাহিনী গঠন।
৬ রমাদান:
ক. আমুরিয়া বিজয়।
খ. মুহাম্মাদ ইবন কাসিমের সিন্ধু বিজয়।
৭ রমাদান:
ক. রমাদানের ছয়দিন অতিবাহিত হলে (৭ রমাদান) মূসা (আ.)-এর ওপর তাওরাত নাযিল হয়।
খ. ঐতিহাসিক আল-আযহার মসজিদ উদ্বোধন।
৮ রমাদান:
তাবুক যুদ্ধ:
৯ রমাদান:

সিসিলি দ্বীপপুঞ্জ বিজয়:
১০ রমাদান:
ক. হযরত খাদিজা (রা.)-এর ইন্তেকাল:
খ. আব্দুল্লাহ ইবন মুবারক রহ.-এর ইন্তেকাল
গ. মিসরে ইয়াহুদীদের ওপর মুসলিমদের বিজয়:
১১ রমাদান:
হযরত সাঈদ ইবন জুবায়ের (রা.)-এর শাহাদাত:
১২ রমাদান:
ক. ৫৯৭ হিজরীর এই দিনে ইমাম আবুল ফরয ইবন জাওযী রহ. ইন্তিকাল করেন।
খ. ২৫৪ হিজরীর ১২ রমাদান মিসরের রাজা আহমদ ইবন তুলুন ইরাক থেকে মিসরে প্রবেশ করেন।
১৩ রমাদান:
ক. উমার ইবনুল খাত্তাব (রা.) কর্তৃক বাইতুল মুকাদ্দাস বিজয়:
১৫ হিজরীর ১৩ রমাদান, ১৮ অ‽ক্টাবর ৬৩৬ খ্রিস্টা‽ব্দ উমার (রা.) ফিলিস্তি‽ন আগমন ক‽রন এবং
বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ ক‽র।
১৪ রমাদান:
ক. ১৩ রমাদান অতিবাহিত হলে (১৪ রমাদান) ঈসা (আ.)-এর ওপর ইঞ্জিল নাযিল হয়।
১৫ রমাদান:
ক. হযরত হুসাইন ইবন আলী (রা.)-এর জন্মগ্রহণ:
খ. ৩৭ হিজরীর ১৫ রমাদান উবাইদুল্লাহ ইবন উমার ইবন খাত্তাব (রা.) ইন্তেকাল  করেন।
১৬ রমাদান:
৮৪৫ হিজরীর ১৬ রমাদান, ২৭ জানুয়ারী ১৪৪২ সালে ইতিহাসবিদ আহমদ ইবন আলী আল-মাকরীযী
রহ. ইন্তেকাল  করেন।
১৭ রমাদান:
ক. ঐতিহাসিক বদরের যুদ্ধ ও মুসলমানের প্রথম যুদ্ধ বিজয়।
খ. উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর ইন্তেকাল।
ঘ. সর্বপ্রথম হাদীস সংকলনকারী মুহাম্মাদ ইবন শিহাব যুহরী রহ.-এর ইন্তেকাল
ঙ. কুরআনের প্রথম পাঁচ আয়াত নাযিল হয়ে নবুওয়তের সূচনা হয়।
১৮ রমাদান:
ক. খালিদ ইবন ওয়ালিদ (রা.)-এর ইন্তেকাল:
২১ হিজরীর ১৮ রমাদান, ২০ আগস্ট ৬৪২ খ্রিস্টা‽ব্দ হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা.) ই‽ন্তকাল ক‽রন।
খ. হযরত হাসান ইবন আলী (রা.)-এর খিলাফত লাভ:
৪০ হিজরীর ১৮ রমাদান, ২৪ জানুয়ারি ৬৬১ হযরত হাসান ইবন আলী (রা.) খিলাফ‽ত অধিষ্ঠিত হন।
১৯ রমাদান:
১৩৭৫ হিজরীর ১৯ রমাদান, ৩০ এপ্রিল ১৯৫৬ সালে তিউনিশিয়ায় বিশ্ববিখ্যাত যাইতুনাহ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠিত হয়।
২০ রমাদান:
ক. মক্কা বিজয়:
৮ম হিজরীর ২০ রমাদান ৬২৯ খ্রিস্টাব্দে ১০ হাজার বীর সেনানী সাহাবী নিয়ে রাসূল (সা.) বিনা যুদ্ধে
মক্কা বিজয় করেন।
খ. কায়রোয়ান মসজিদ নির্মাণ:
২১ রমাদান:
ক. হযরত ঈসা (আ.)কে আসমানে উত্তোলন:
কল্যাণ ও বরক‽তর এদিনে নবী হরযত ঈসা (আ.)কে আল্লাহ তা‘আলা আসমানে তুলে নেন।
খ. আলী (রা.)র শাহাদাত বরণ:
হযরত আলী (রা.) ২১ রমাদান সকা‽ল শাহাদাত বরণ ক‽রন।
২২ রমাদান:
ক. তায়েফ বিজয়:
৮ম হিজরীর ২২ রমাদান, ১২ জানুয়ারী ৬৩০ খ্রিস্টা‽ব্দ রাসূলুল্লাহ (সা.)তায়েফ বিজয় লাভ করেন।
খ. ইমাম ইবন মাজাহ রহ. এর ইন্তেকাল
২৩ রমাদান:

৯ হিজরীর ২৩ রমাদান ৬৩১ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশে আরবের বিখ্যাত ‘লাতদ্ধ মূর্তি
ধ্বংস করা হয়।
২৪ রমাদান:
আমর ইবন ‘আস মসজিদ নির্মাণ:
২৫ রমাদান:
ক. মহাগ্রন্থ আল কুরআন নাযিল:
রমাদান মাসেই কদরের রাতে নাযিল হয় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব ‘আল
কুরআন।
খ.‘আইন জালুত বিজয়:
গ. ৫৪৪ হিজরীর ২৫ রমাদান, ২৬ জানুয়ারী ১১৫০ খ্রিস্টাব্দে বিশিষ্ট মুফাসসির ও ফকীহ ‘ফখরুদ্দিন রাযী
রহ. জন্মগ’হণ ক‽রন।
২৬ রমাদান:
ক. তাবুক যুদ্ধ শেষে প্রত্যাবর্তন:
খ. ৮০৮ হিজরীর ২৬ রমাদান, ১৬ মার্চ ১৪০১ খ্রিস্টাব্দে বিখ্যাত ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী আব্দুর
রহমান ইবন খালদূন মারা যান।
২৭ রমাদান:
ক. হাজ্জাজ ইবন ইউসুফের মৃত্যু
৯৫ হিজরীর ২৭ রমাদান অত্যাচারী শাসক হাজ্জাজ ইবন ইউসুফ আস-সাকাফী মৃত্যু বরণ ক‽রন।
খ. মুসলিমদের জার্মান বিজয়:
১১০৭ হিজরীর ২৭ রমাদান, ২০ এপ্রিল ১৬৯৬ খ্রিস্টা‽ব্দ উসমানী শাসনামলে মুসলিম বাহিনী জার্মান
বাহিনীর ওপর বিজয় লাভ করেন।
২৮ রমাদান:
ক. সাকিফ গোত্রের ইসলাম গ্রহণ:
৯ম হিজরীর ২৮ রমাদান, ১ জানুয়ারী ৬৩১ খ্রিস্টা‽ব্দ তা‽য়‽ফর সাকিফ ‼সা‽ত্রর প’তিনিধিদল মদীনায়
এ‽স রাসূলুল্লাহ (সা.)-এর হা‽ত ইসলাম গ্রহণ ক‽রন। রাসূলুল্লাহ (সা.) তা‽দর‽ক উষ্ণ সংবর্ধনা জানান
এবং অত্যন্তআনন্দিত হন।
খ. সাদাকাতুল ফিতর ওয়াজিব:
২য় হিজরীর ২৮ রমাদান আল্লাহ তা‘আলা মুসলিমদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করেন।
গ. স্পেনে ইসলামের বিজয়
২৯ রমাদান:
ক. কায়রোয়ান শহর নির্মাণ:
৪৮ হিজরীর ২৯ রমাদান, ৯ ন‽ভম্বর ৬৬৮ খ্রিস্টা‽ব্দ বিশিষ্ট সাহাবী ‘উকবা ইবন না‽ফ‘ (রা.)-এর
নি‽র্দ‽শ বিখ্যাত কায়‽রায়ান শহর নির্মাণ করা হয়।
খ. সাহাবী হযরত আমর ইবন ‘আস (রা.)-এর ইন্তেকাল
৪৩ হিজরীর ৩০ রমাদান ‼মাতা‽বক ৬৬৪ খ্রিস্টা‽ব্দ আমর ইবন ‘আস (রা.) ই‽ন্তকাল ক‽রন।
৩০ রমাদান:
ইমাম বুখারী রহ.-এর ইন্তেকাল:
২৫৬ হিজরীর ৩০ রমাদান, ৩১ আগস্ট ৮৬৯ খ্রিস্টাব্দে মুহাম্মাদ ইবনে ইসমাইল আল-বুখারী রহ.
ইন্তিকাল করেন।

এ জাতীয় আরো সংবাদ

মারকাজুত তাহফিজে হাফেজ, ইমামদের প্রশিক্ষণ সম্পন্ন

নূর নিউজ

ইউটিউব থেকে উপার্জন: ইসলাম কী বলে?

নূর নিউজ

জাতীয় কবি ও আমাদের দায়িত্ববোধ

নূর নিউজ