এক মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঢাকায়

চলতি বছরের নভেম্বরে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (৪ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নভেম্বরে সারাদেশে সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৩ জনের, আহত হয়েছেন ৫৩২ জন। নিহতদের মধ্যে ৬৭ জন নারী এবং ৫৮ জন শিশু রয়েছে।

এর মধ্যে ১৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৮৪ জন। পথচারী ৯৬ জন, যানবাহনের চালক ও সহকারী ৫৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন, ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫৬টি জাতীয় মহাসড়কে, ১৩১টি আঞ্চলিক সড়কে, ৫৩টি গ্রামীণ সড়কে, ৩৫টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে চারটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর ৮৯টি মুখোমুখি সংঘর্ষ, ১৩৩টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৯১টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৯টি যানবাহনের পেছনে আঘাত করা এবং সাতটি অন্যান্য কারণে ঘটেছে।

সংস্থাটির তথ্য অনুসারে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ২৬ দশমিক ৫৭ শতাংশ, প্রাণহানি ঘটেছে ২৬ দশমিক ৫১ শতাংশ। রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৫ দশমিক ৯৪ শতাংশ, প্রাণহানি ১৩ দশমিক ৪২ শতাংশ; চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৯ দশমিক ৩২ শতাংশ, প্রাণহানি ২১ দশমিক ৮১শতাংশ; খুলনা বিভাগে দুর্ঘটনা ৯ দশমিক ১৭ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৭১শতাংশ; বরিশাল বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ২১ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক শূন্য ৪ শতাংশ; সিলেট বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ২৪ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক শূন্য ৪ শতাংশ; রংপুর বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ৭৬ শতাংশ, প্রাণহানি ৯ দশমিক ৭৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ৭.৭১ শতাংশ ঘটেছে।

এ জাতীয় আরো সংবাদ

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমী জামিনে মুক্ত

আনসারুল হক

‘খালেদা জিয়ার মেয়াদ স্থগিতের মতামত আজই স্বরাষ্ট্রে পাঠানো হবে’

নূর নিউজ

গ্রামীণ ফোন সিমে নিষেধাজ্ঞা

নূর নিউজ