এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চালের যে সমস্যা চলছে- তা থাকবে না। এটা সহনীয় হবে। এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে বলে আশা করছি।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী এপ্রিল মাসের প্রথম দিকে বোরো ধান উঠে যাবে। এর মধ্যে আমরা ১০ লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে প্রায় সাড়ে তিন লাখ টন খাদ্য এসেছে। আশা করছি, চালের বাজার স্বাভাবিক হবে।

এ সময় মন্ত্রী ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গেও কথা বলেন। টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে ছয় মাস আগে তেলের দাম ৭০০ ডলার ছিল। এখন তা বেড়ে সাড়ে ১ হাজার ১০০ ডলারে পৌঁছেছে, যার কারণে আন্তর্জাতিক বাজারসহ বাংলাদেশেও তেলের দাম বেড়েছে।

আসন্ন রমজান মাসে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দ্বিগুণ খাদ্য আমদানি করার উদ্যোগ নিয়েছে। রমজানকে সামনে রেখে টিসিবি বিপুল পরিমাণ খাদ্যপণ্য আমদানির চিন্তা করছে, যাতে কোনো অবস্থাতেই সাধারণ মানুষের কষ্ট না হয়।

এর আগে বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। পরে সেখানে আলোচনা সভায় অংশ নেন। জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

৯২ টি ছাড়া অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নূর নিউজ

দলীয় পদ পেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নূর নিউজ

ঢাকায় প্রকাশ্যে বিলি হচ্ছে পতিতালয়ের ভিজিটিং কার্ড, চিন্তিত আলেমসমাজ

নূর নিউজ