এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো চট্টগ্রাম মেডিকেল কলেজ

নূর নিউজ: সংঘাত এড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্ররাজনীতি পুরোপুরো নিষদ্ধি করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা-সমাবেশ ও মিছিল করতে নিষেধ করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চমেক সূত্র জানায়, সোমবার থেকে শুরু হচ্ছে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা শেষ করে অনেকে ডাক্তারও হয়ে গেছেন। পরীক্ষার সময় ছাত্রলীগ আবার অভ্যন্তরীণ কোনো ইস্যুতে সংঘাতে জড়ালে আবার পরীক্ষা স্থগিত করে দিতে হবে। এ কারণে চমেকে ছাত্ররাজনীতি আপাতত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

সারাদেশের থানায় থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নূর নিউজ

রেজা কিবরিয়া ও ভিপি নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আনসারুল হক

যে কারণে গয়েশ্বরকে ছেড়ে দিল ডিবি

নূর নিউজ