ওয়াল স্ট্রিটের ১৬ প্রতিষ্ঠানকে ১৮০ কোটি ডলার জরিমানা

মার্কিন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম সংস্থা ‘ওয়াল স্ট্রিটের’ বৃহৎ কয়েকটি প্রতিষ্ঠানকে ১৮০ কোটি ডলার জরিমানা করেছে দেশটির আর্থিক নজরদারি সংস্থাগুলো।

ওই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ব্যক্তিগত ডিভাইস ও অ্যাপের মাধ্যমে চুক্তি ও ব্যবসা নিয়ে আলোচনা করেছিলেন, যার বেশির ভাগই সংরক্ষণ করা হয়নি।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বলছে, তদন্তের মাধ্যমে এসব ঘটনার প্রমাণ পেয়েছে তারা। এর মধ্যে বার্কলেস, ইউবিএস ও গোল্ডম্যান স্যাকসের মতো ১৬টি সংস্থার নাম এসেছে।

‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখিত এসব তদন্ত করেছে তদন্ত এসইসি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশনের (সিএফটিসি)।

মঙ্গলবার পৃথক বিবৃতিতে এসইসি মোট ১১০ কোটি ডলার এবং সিএফটিসি ৭১ কোটি ডলার জরিমানার ঘোষণা দেয়।

নিয়ন্ত্রক সংস্থা দুটি বলছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত ব্যাংক কর্মীরা নিয়মিতভাবে সহকর্মী, মক্কেল ও তৃতীয় পক্ষের উপদেষ্টাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগে ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেছেন। টেক্সট মেসেজ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনা করেছেন তারা।

সংস্থাগুলো এ যোগাযোগ বেশিরভাগ চ্যাট সংরক্ষণ করেনি, এটি ব্রোকার-ডিলার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বাণিজ্যিক যোগাযোগ সংরক্ষণ সংক্রান্ত ফেডারেল নীতির লঙ্ঘন। যা নিয়ন্ত্রকদের প্রমাণ সংগ্রহের ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে বলেও উল্লেখ করা হয়।

কিছু ব্যাংকারের চাকরি হারানোসহ তদন্তটি ওয়াল স্ট্রিটকে ব্যাপড়ভাবে নাড়িয়ে দিয়েছে। এটি সংস্থাগুলোকে অ্যাপের অননুমোদিত ব্যবহার বন্ধ করার জন্য কঠোর নতুন ব্যবস্থা চালু করতে বাধ্য করেছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারেনা: স্টেট ডিপার্টমেন্ট

নূর নিউজ

প্রয়োজন অনুসারে বাংলাদেশে যে কাউকেই নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইমাম শায়খ আবদুল্লাহ আহমদের ইন্তেকালে মুসলিম বিশ্বে শোকের ছায়া

নূর নিউজ