কক্সবাজার সৈকত ঘুরতে এসে ৪৭৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশেপাশের এলাকা থেকে ৪৭৩জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকদের বেশিরভাগ শিশু।

আটকৃতরা জানিয়েছে, চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ো তারা কক্সবাজার সৈকতে ঘুরতে এসেছিলেন।

তবে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে এসব রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত ৪৭৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগ শিশু। পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে এখনও অভিযান অব্যহত রেখেছে।

আটক রোহিঙ্গাদের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে জানা ওসি মনীরুল গিয়াস।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রীর হিসাব স্থগিত

নূর নিউজ

শ্বেতপত্রে প্রকাশিত ১১৬ আলেমের বিরু’দ্ধে দুদকের তদন্ত নতুন চক্রান্তের অংশ

নূর নিউজ

‘বিএনপি খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে’

নূর নিউজ