কবে গরম কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে ওঠেছে। এই গরম আরও বাড়লেও তিন থেকে চার দিনের মধ্যে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে, পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরো সংবাদ

নবায়নযোগ্য জ্বালানিতে সেচ পাম্প রূপান্তরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে : পরিবেশমন্ত্রী

নূর নিউজ

আগামী ২ দিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে

নূর নিউজ

‘হুংকার দিয়ে লাভ নেই, সরকারের পদত্যাগ দাবি না করে নিজেরা পদত্যাগ করুন’

নূর নিউজ