‘করোনা আয়ত্তে এনেছি, ডেঙ্গির বিষয়ে সতর্ক হতে হবে’

ডেঙ্গি থেকে আরও সচেতন থাকতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা করোনা আয়ত্তে এনেছি। এখন ডেঙ্গির জন্য অনেক বেশি সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠকে এ নির্দেশনা দেন সরকার। পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ তথ্য জানান।

উন্নয়ন প্রকল্প অনুমোদনে আরও সাবধান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, প্রকল্প যাচাই-বাছাইয়ে কঠোর হতে হবে। আয়েশি আইটেম বাদ দিতে হবে। এটি পরিকল্পনা কমিশন করেছে। কিন্তু আরও বাড়িয়ে যেতে হবে। তবে ছোট, গ্রামীণ এবং কল্যাণমুখী প্রকল্প বিষয়ে আপস করা যাবে না। এগুলোকে অগ্রাধিকার দিতে হবে। বড় প্রকল্পের ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে সম্ভাব্যতা যাচাই ভালোভাবে করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নূর নিউজ

এই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

নূর নিউজ

ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে একই ছাদের নিচে সব সেবা ওয়ান–স্টপ সার্ভিস চালুর পদক্ষেপ নিবো

নূর নিউজ