ভারতে ইসলাম প্রচারক মাওলানা কলিম সিদ্দিকি গ্রেপ্তার!

ভারতের বিশিষ্ট ইসলাম প্রচারক মাওলানা কলিম সিদ্দিকি গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস) ‘গণধর্মান্তর কার্যক্রমে সম্পৃক্ততার’ অভিযোগে তাঁকে আটক করে।

মাওলানা কলিম সিদ্দিকি মিরাটে একটি প্রোগ্রামে অংশ নিয়ে নিজ গ্রাম মুজাফফরনগরের ফুলাতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। স্থানীয় জনগণ তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। খবর হিন্দুস্তান টাইমস ও আউটলুক ইন্ডিয়ার।

উত্তর প্রদেশের এডিজি প্রশান্ত কুমার সংবাদ সম্মেলনে বলেন, ‘এ বছরের শুরুতে এটিএস কর্তৃক অভিযুক্ত ব্যাপক বেআইনি ধর্মান্তরকরণের সঙ্গে মাওলানা কলিম সিদ্দিকি সরাসরি সম্পৃক্ত ছিলেন। ধর্মান্তর কার্যক্রমকে তিনি শুধু তহবিল দিয়ে সহায়তা করেননি, বরং এ কাজে জড়িত মাদ্রাসাগুলোতে তহবিল গঠনে নিজের ট্রাস্টকে ব্যবহার করেছেন।’

প্রশান্ত কুমার আরো বলেন, ‘তিনি (কলিম সিদ্দিকি) ট্রাস্টের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক তহবিল পেয়েছেন। তদন্তে দেখা যায়, মাওলানা সিদ্দিকির ট্রাস্টের মাধ্যমে তিন কোটি রুপি তহবিল পেয়েছেন। এর মধ্যে বাহরাইন থেকে দেড় কোটি রুপি তহবিল পেয়েছেন।’

এ ছাড়াও কলিম সিদ্দিকি বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করতে জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্ট ব্যবহার করে বৈদেশিক তহবিল সংগ্রহ করেন।

এদিকে মাওলানা কলিম সিদ্দিকির গ্রেপ্তারের প্রতিবাদ জানান আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমনাতুল্লাহ খান। তিনি এটিকে ‘মুসলমানদের ওপর নিপীড়ন’ আখ্যায়িত করে তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

এদিকে সমাজবাদী পার্টির সংসদ সদস্য শফিকুর রেহমান বারক মাওলানা সিদ্দিকীর গ্রেপ্তারকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন।

শফিকুর রেহমান বলেন, ‘বিজেপি সরকারের মুসলমানদের টার্গেট করা এবং হয়রানি করা ছাড়া অন্য কোনো কাজ নেই।’

এ জাতীয় আরো সংবাদ

শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

নূর নিউজ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া

নূর নিউজ

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রাইসি

আনসারুল হক