কাতার তিন সংগঠনের বিজয় দিবস উদযাপন ও সংবর্ধনা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহা’র স্টার অব ঢাকা রেস্টুরেন্টের হলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কাতার আওয়ামী লীগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম।
সংবর্ধিত অতিথি কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ.কে. নজরুল ইসলাম।

রবিউল ইসলাম জাহেদের সঞ্চালনায় বিশেষ বক্তব্য দেন অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, গোপালগঞ্জ সমিতিরি সভাপতি হাসিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী নাজমুল আলম, সৈয়দ আনা মিয়া, শামীম আহমদ, মাহবুব আলম, বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আবদুল বাতেন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আমিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী পরিবারের সভাপতি কাজী আশরাফ, সৈনিক লীগের যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ আব্বাস, খালেদ আহমদ, ফয়েজ আহমদ,আতিকুল মাওলা মিঠু,মাহমুদ চৌধুরী, ইমরান আহমদ সহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কাতার আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য বক্তারা মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে প্রতিভাবান দুই আলেমের স্মরণসভা অনুষ্ঠিত

নূর নিউজ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৮ স্বর্ণবারসহ জেদ্দা ফেরত প্রবাসী আটক

নূর নিউজ

কাতারে আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল

নূর নিউজ