কাতারস্থ রাষ্ট্রদূতের সঙ্গে আলনূর নেতৃবৃন্দের বিদায়ী সাক্ষাত

নূর নিউজ ২৪ ডটকম : কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসূদ আহমদ তার মেয়াদকাল শেষে আগামী সপ্তাহে কাতার ত্যাগ করবেন। তিনি অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে গ্রীসে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করবেন। মঙ্গলবার দুতাবাসে রাষ্ট্রদূত মহোদয়ের সাথে বিদায়ী সাক্ষাতে মিলিত হন কাতার আলনূর কালচারাল সেন্টারের নেতৃবৃন্দ। আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ,শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান ও নির্বাহী সদস্য প্রকৌশলী মনিরুল হক।
নেতৃবৃন্দ আলনূর কালচারাল সেন্টারের সর্বাত্মক সহযোগিতা করার জন্য মাননীয় রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্হলে তাঁর সার্বিক সফলতা কামনা করেন। রাষ্ট্রদূত মহোদয় আলনূর সেন্টারকে গঠনমূলক ও উপকারী সংস্থা হিসেবে অভিহিত করে বলেন,আমাদের অর্থনীতির উন্নয়ন হলেও ভাবমূর্তি হুমকির সম্মুখীন।এই বিষয়ে সকলের সচেতনতা ও সক্রিয় উদ্যোগ একান্ত প্রয়োজন।

এ জাতীয় আরো সংবাদ

অত্যধিক গরমে শুধু শরীর নয়, ফোনও খারাপ হয়ে যেতে পারে! সুরক্ষায় যা করবেন

নূর নিউজ

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে চীন-পাকিস্তানের অঙ্গীকার

নূর নিউজ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে একটি মাত্র শর্তের বাস্তবায়ন

নূর নিউজ