নিজস্ব প্রতিবেদক
কাতারস্থ আল নূর কালচারাল সেন্টারের ২০২৪ সালেঊ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দোহা জাদিদে আল নূর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেমের সভাপতিত্বে কর্মশালায় নীতিনির্ধারণী বক্তব্য রাখেন আল নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক সালেহ মোহাম্মদ নূরুন্নবী। আলোচনায় অংশ নেন সংস্কৃতি বিভাগের পরিচালক খন্দকার আবু রাইহান ও সহযোগী পরিচালক মাওলানা জসিমউদ্দিন মাশরুফ, সমাজকল্যাণ বিভাগের পরিচালক জাহেদুল ইসলাম ও সহকারী পরিচালক নিয়াজ মুর্শেদ খাঁন, গবেষনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, শিক্ষা বিভাগের সহযোগী পরিচালক এবং বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব আবু শামআ ও সহকারী পরিচালক হাফেজ মুস্তাফিজুর রহমান এবং গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মাওলানা ইবরাহিম।
কর্মশালায় রমজানে মাসব্যাপী ইফতার মাহফিল ও কুরআন কোর্স, অজুও সালাত প্রশিক্ষণ, যাকাত সেমিনার, আল কুরআন মাহফিল ,কাতার ধর্মমন্ত্রণালয়ের রমজান মাহফিলের পরিচালনা ও অন্যান্য কার্যক্রমের পর্যালোচনা করা হয়। অন্যদিকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য কর্মসূচি সমূহ বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্তাবলী গৃহীত হয়।