কাতারে কুরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারে আল নূর কালচারাল সেন্টারের প্রবাসী কুরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতিসন্তান মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান মোহাম্মদ শরীফ উদ্দিন, তৌফিক চৌধুরী, মোস্তাফিজুর রহমান রিপন, আহসান উল্লাহ হাসান প্রমূখ। অনুষ্ঠানে আল নূরের পক্ষ থেকে আল নূরের কর্মকর্তা, কুরআন শিক্ষক ও শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। দোয়ার পর ইফতার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক বনভোজন সম্পন্ন

Sufian Farabee

৮ সৌদি প্রবাসীর মুক্তির দাবি পরিবারের

নূর নিউজ

বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

নূর নিউজ