কাতারে গারাফায় অনেস্টি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

আমিনুল হক কাজল
কাতার প্রতিনিধি

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশী খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বুকে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে গারাফা ফ্যামিলি পার্ক সংলগ্ন গাল্ফ মার্কেটে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন Honesty Restaurent।

কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, পাঁচ উদ্যোক্ত মোহাম্মদ রিয়াদ মিয়া, রবিউল আলম, সজীব বর্মণ, ইমন বর্মণ, মিঠু দাস এক সাথে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির, এস.এম. তারেকুল ইসলাম সোহেল ও আবদুর রহমান।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহেদ বিল্লাহ।

ব্যবসার উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়ার পর উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

যখন ভয় পাই, তখন আমি আল্লাহর নাম নেই : মুসকান খান

আনসারুল হক

৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ

আনসারুল হক

বান্দরবানের পাহাড়ে স্কুলশিক্ষক চাষ করছেন “কফি”

নূর নিউজ