কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক বনভোজন সম্পন্ন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে গত ৩১ জানুয়ারি দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে সন্ধ্যা অবধি এ মিলন মেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যসরা উপস্থিত ছিলেন।

বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু-কিশোর, পুরুষ-নারীদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। জুমার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আসর নামাজের পর র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য কাতারে নিযুক্ত বাংরাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম।

ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র সদস্য মোসাদ্দেক চৌধুরী, কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এনামুল হক চৌধুরী বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মো: জুলফিকার আজাদ।

র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন ও জাহিদুল ইসলাম, অন্যতম সদস্য মোসাদ্দেক বিল্লাহ, সেলিম উদ্দিন, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, তাফসির উদ্দিন, ফখরুল ইসলাম তারেক, ইফতেখার উদ্দিন, মোয়াজ আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন, মুজিবুল বাশার, আবদুল ওয়াকিল, আবু শামা ও আমিনুল হক।

মাগরিবের নামাজের আগে অনুষ্ঠান শেষ হয়।

এ জাতীয় আরো সংবাদ

ডিএফসির অর্থায়নে আরও মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

নূর নিউজ

কাতারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নূর নিউজ

কাতার তিন সংগঠনের বিজয় দিবস উদযাপন ও সংবর্ধনা

নূর নিউজ