কাতারে পুরাতন মদিনা মোররায় ফ্লাই সেইফ ট্রাভেল এন্ড ট্যুরস-এর যাত্রা শুরু

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

শুক্রবার ৭ ফেব্রুয়ারি: প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যাশায় কাতারের রজাধানীর অদূরে পুরাতন মদিনা মোররা এলাকায় বাংলাদেশী মালিকানাধীন ‘ফ্লাই সেইফ’ ট্রাভেল এন্ড ট্যুরস এর যাত্রা শুরু হয়।

পুরাতন মদিনা মোররা এলাকার বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে উদ্যোক্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সোহেল আহমদ ও নওশাদ আলমকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

শিক্ষক তাফসির উদ্দিনের পরিচলনায় সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আবদুর রহমান হানিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবদুর রব তালুকদার ও আনোয়ার হোসেন।

প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জাবর, সৈয়দ সাব্বির হোসেন, মোহাম্মদ বাদশা আলম, মোহাম্মদ মেহরাব হোসেন মাসুম ও আবির হোসেন সীমান্ত।

উদ্যোক্তরা জানান, প্রবাসী বাংলাদেশীদের জন্য এ প্রতিষ্ঠানে সারা বছরই তুলনামূলকভাবে সুলভে উত্তম সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এছাড়াও প্রথম মাসেই বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ ও ইউ.এস বাংলায় থাকছে দুর্দান্ত অফার। অফারটি গ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের আহবান জানান উদ্যোক্তারা।

এ জাতীয় আরো সংবাদ

কুরআন অবমাননাকারী মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : হেফাজত

নূর নিউজ

ঢাকায় দ্বিতীয় মিয়াঁ সুলতান খান দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান হাই কমিশন

Sufian Farabee

মানবিক দিক বিবেচনা করে প্রবাসীর ঋণ মাফ করে দিলেন এক সৌদি নাগরিক

নূর নিউজ