কাল বিক্ষোভ: রোববার হরতালের ডাক হেফাজতের

নূর নিউজ: দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজত। এবং পরদিন রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দেশের সর্ববৃহৎ এ ধর্মীয় সংগঠনটি।

হেফাজতের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী ভিডিও বার্তার মাধ্যমে এ কর্মসূচি দেন। শুক্রবার সন্ধ্যায় পল্টনে ঢাকা মহারগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা  মামুনুল হক তার পক্ষে কর্মসূচি ঘোষণা করেন।  বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন।

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম মসজিদে মুসুল্লিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এতে চারজন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। এ খবর ছড়িয়ে পড়লে সারাদেশ উত্তাল হয়ে পড়ে।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ

চিরনিদ্রায় শায়িত কলরব শিল্পী মাহফুজুল আলম

আনসারুল হক

হাসিনা সরকারের পতন ঘটলেও বিএনপি ক্ষমতায় আসবে না: রাশেদ খান মেনন

নূর নিউজ