কাশ্মীরের প্রখ্যাত আলেম মুফতি আব্দুল গনী আজহারির ইন্তিকাল

কাশ্মীরের বিজ্ঞ আলেম মুফতি আব্দুল গনী আজহারি ইন্তিকাল করেছেন। তার মৃত্যুতে কাশ্মীর থেকে সাহরানপুর পর্যন্ত শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, মাওলানা আজহারী গত ১৯ জানুয়ারি দারুল উলুম দেওবন্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল তিনটায় সাহরানপুরে তাকে দাফন করা হয়।

মুফতি রহ. মাজাহিরুল উলুম সাহরানপুর, দারুল উলুম দেওবন্দ ও জামিয়া আজহার মিসর থেকে পিএইচডি অর্জন করেন।

তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞ আলেমে দ্বীন। কুরআনের তাফসির, ইলমে হাদিস ও ইসলামি আইনশাস্ত্র, বিশেষভাবে তুলনামূলক আইনশাস্ত্রে বিজ্ঞ পণ্ডিত ছিলেন।

তিনি দারুল উলুম দেওবন্দে মুদাররিস থাকাকালীন ইন্তিকাল করেন। সূত্র: আসরে হাজির

এ জাতীয় আরো সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ৪ ইউরোপীয় দেশ

নূর নিউজ

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, কোনো ব্যাখ্যা দিচ্ছে না সরকার

নূর নিউজ

প্রার্থী হওয়ার লড়াইয়ে নিউ হ্যাম্পশায়ারেও ট্রাম্পের জয়জয়কার

নূর নিউজ