কুরআনবিরোধী প্রস্তাব বাতিল না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে : হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, নারী সংস্কার কমিশনের কুরআন বিরোধী সব প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশনও বাতিল করতে হবে। সরকার যদি আলেমদের কথায় কর্নপাত না করে তাদের দাবি পূরণের চেষ্টা করে তাহলে সরকারকে চরম খেসারত দিতে হবে।

তিনি আরো বলেন, ৩-মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ দেশের তৌহিদী জনতার ঐক্য ও দাবি-দাওয়া আদায়ের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে, ইনশা-আল্লাহ। ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় এই মহাসমাবেশ হবে ঈমানি চেতনাকে উজ্জীবিত করার এক সুবর্ণ সুযোগ। তাই ফরিদপুর বিভাগসহ দেশের প্রতিটি জেলা থেকে বিপুল সংখ্যক ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যাপক সমাগম নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল সবাইকে আন্তরিকতা, একাগ্রতা ও ত্যাগের মনোভাব নিয়ে এই মহাসমাবেশ সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

আজ সোমবার ২৮ এপ্রিল ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া আরাবিয়া শামসুল উলুম, খাবাসপুর মাদ্রাসা মিলনায়তনে ফরিদপুর বিভাগীয় সকল জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় ফরিদপুর জেলার নির্বাহী সভাপতি আল্লামা হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ। আরও বক্তৃতা করেন, ফরিদপুর জেলার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন, সেক্রেটারি মুফতি কামরুজ্জামান, মাদারীপুর জেলা সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী, সেক্রেটারি মাওলানা আকরাম হুসাইন, রাজবাড়ী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় আগামী ৩ মে’র মহাসমাবেশে ফরিদপুর বিভাগের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ সর্বস্তরের আলেম-উলামা, ছাত্র-জনতা ও তৌহিদী জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরো সংবাদ

বিনা পারিশ্রমিকে মসজিদ পরিষ্কার করেন একদল শিক্ষার্থী

নূর নিউজ

আগামীকাল বৈশ্বিক হরতালে শামিল হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

আনসারুল হক

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত; পাসের হার ৮০:৩৮

আনসারুল হক