কূটনৈতিক ব্যস্ততায় এরদোগান

ইতিমধ্যেই ভলকান কয়েকটি রাষ্ট্রে সফর করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এর মধ্যে গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় সফর করেছেন তিনি। খবর ডেইলি সাবাহর।

এরদোগানের পরবর্তী গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশন। আগামী ২০ সেপ্টেম্বর এরদোগান সেখানে ভাষণ দেবেন। ভাষণে তিনি বেশ কিছু জটিল বিষয় নিয়ে বিশ্বকে বার্তা দেবেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান গত সপ্তাহে তিনটি দেশের সঙ্গে কয়েকটি সরকারি চুক্তি করেছেন। সামনের সপ্তাহগুলোতেও তিনি বিদেশসফর অব্যাহত রাখবেন। এর মধ্যে তিনি উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সামিটে অংশ নেবেন।

আগামী ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের শহর সমরকন্দে রাষ্ট্রীয় পর্যায়ের এ সামিট (এসসিও) অনুষ্ঠিত হবে। সেখানে তিনি সদস্যদেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে সবার নজর থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠকের দিকে। এরপর সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন : রশিদ খান

নূর নিউজ

রাজনৈতিক মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া উচিত নয়: জাতিসংঘ

নূর নিউজ

‘আগুন নিয়ে খেলবেন না’ নেতানিয়াহুকে হামাস প্রধান

আনসারুল হক