কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী, তা নিয়ে দ্বন্দ্ব

পাকিস্তানে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন জোট সরকারের গত প্রায় দেড় বছরের ক্ষমতায় গোটা সময় ‘বন্ধুত্বপূর্ণ বিরোধী নেতা’ হিসেবে পরিচিত ছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) একাংশের চেয়ারম্যান রাজা রিয়াজ।

দেশটির জাতীয় দৈনিক ডন জানিয়েছে, সেই ‘বন্ধুত্বপূর্ণ’ বিরোধী নেতা এখন সম্পূর্ন ‘বদলে যাওয়া’ মানুষে পরিণত হয়েছেন এবং নিজের পছন্দের প্রার্থীর নাম (তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে) সুপারিশ করার জন্য ‘জেদ’ করছেন। যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

এদিকে পিএমএলএনের শীর্ষ প্রধান নওয়াজ শরিফ শেহবাজ শরিফকে নির্দেশনা দিয়েছেন যে— সদ্য বিদায় নেয়া সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার অথবা সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তার দল।

অন্যদিকে রাজা রিয়াজ চাইছেন, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জরানিকে করা হোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। বৃহস্পতি-শুক্রবার দুই দফা বৈঠক করেও এই ইস্যুতে শেহবাজ ও রিয়াজ ঐকমত্যে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে ডন।

এ জাতীয় আরো সংবাদ

গোমাংশ খাওয়ার পক্ষে বললেন বিজেপির মন্ত্রী

আনসারুল হক

ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ইকোনোমিস্টের ওপর চটেছেন এরদোগান

নূর নিউজ

বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান

নূর নিউজ