কোকের কনসার্টে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে যুবকের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক , নূর নিউজ 

রাজধানীর আর্মি স্টেডিয়ামে গতকাল ১০ নভেম্বর আয়োজিত হয়েছে বাংলাদেশের সঙ্গীত আঙ্গনের সবচেয়ে বড় আয়োজন কোক বাংলা স্টুডিও কনসার্ট ২০২৩। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বিশেষত ঢাকা থেকে গান শুনতে আসে প্রায় অর্ধ লক্ষ মানুষ।

তবে অনুষ্ঠানে আশা এক দর্শনার্থীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় একজন যুবক ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি সমবেদনা জানাতে ও ককের প্রতি ঘৃণা প্রদর্শন করতে গায়ে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে দাঁড়িয়ে আছেন। তবে তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।

এমন আরো একটি কান্ড ঘটে স্টেডিয়ামের বাইরে। ছবিতে দেখা যায় কোকাকোলা লেখার উপর প্রতিবাদস্বরূপ জনৈক ব্যক্তি ফিলিস্তিনের পতাকা সাটিয়ে দিয়েছে। এতে পুরোপুরি ঢাকা পড়ে যায় কোকাকোলার লোগো।

এ দুটি ঘটনা কারা করেছেন এ বিষয়ে কিছুই জানা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

সরকারি নিবন্ধনে কেন রাজী নন কওমী মাদরাসার নেতারা?

নূর নিউজ

গরুতর অসুস্থ শাইখুল হাদীস মুফতি আব্দুল গণী আল-গাজী, দেশবাসীর কাছে দোয়া কামনা

আনসারুল হক

রাত পোহালেই উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’

নূর নিউজ