গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮, টানা ৯ দিন মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জনে।

একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। সবশেষ ১১ জানুয়ারি দেশে করোনায় ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর টানা ৯ দিন ধরে করোনায় মৃত্যুহীন বাংলাদেশ।ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৯৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন।

এ জাতীয় আরো সংবাদ

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নূর নিউজ

ক্যালসিয়ামের ঘাটতি হলে কোন খাবারগুলো খাবেন?

নূর নিউজ

নিমের ডাল দিয়ে দাঁত মাজার যত উপকারিতা

নূর নিউজ