গত ৪ বছরে একজন মুসলিমকেও আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়নি যোগী সরকার

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (‘মিম’) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, (বিজেপিশাসিত) উত্তর প্রদেশে গত ৪ বছরে একজন মুসলিমকেও ঘর দেওয়া হয়নি। উত্তর প্রদেশে ২০১৯ সালের ‘এনসিআরবি’ তথ্যে প্রকাশ, এক হাজারেরও বেশি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। তিনি আজ (সোমবার) গুজরাটে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

 

ওয়াইসি আজ বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের উদ্দেশ্যে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘আমরা যোগির কাছে জিজ্ঞেস করতে চাই যে, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সালে একটি ঘরের কথা বলুন যেটা মুসলিমদের দেওয়া হয়েছে। অনুমোদন ছেড়ে দিন, কেবলমাত্র একটি ঘরের কথা বলুন যেটা মুসলিমদের দেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরক্ষরতার হারে উত্তর প্রদেশের মুসলিমরা আছেন। ৫/১৫ বছর বয়সী মুসলিম শিক্ষার্থীদের ড্রপ আউটের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৫৯/৬০ শতাংশের কাছে। উত্তর প্রদেশে দুই শতাংশ মুসলিম স্নাতক হয়। সংখ্যালঘু উন্নয়নের কথা কী বলছেন উনি?’

 

গুজরাট সফরে আসা আসাদউদ্দিন ওয়াইসি আজ সাংবাদিকদের বলেন, আগামীতে আমাদের দল গুজরাট বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে আমরা কিছু আসনে আমাদের সংগঠনকে শক্তিশালী করছি।

 

প্রধান বিরোধীদল কংগ্রেসকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, ২০১৯ সালে কংগ্রেস গুজরাটে একটিও আসন জিততে পারেনি। ‘মিম’ প্রধান ওয়াইসি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিকে কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধী তার ঐতিহ্যবাহী আসন আমেথিও বাঁচাতে পারেননি। রাহুল ওয়ানাডে জিতেছেন কারণ সেখানে প্রায় ৩৫ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে। ওয়াইসি বলেন, কংগ্রেস তাকে বিজেপির ‘বি-টিম’ বলে অভিযুক্ত করেছে। আপনারা যত চান অভিযোগ করতে থাকুন। এটা তাদের কাছে কোন ব্যাপার না। কংগ্রেসের অভিযোগের কোনও বাস্তবতা নেই।

 

ওয়াইসি আরও বলেন, ‘গুজরাট কংগ্রেসের বিধায়করা বিজেপিতে পালিয়ে গিয়েছিল। তারা কী আমার কাছে জিজ্ঞেস করে গিয়েছিল? এর পাশাপাশি কর্ণাটক ও অন্যান্য রাজ্যের বিধায়কদেরও দলে ধরে রাখে পারেনি কংগ্রেস।’ তাঁর প্রশ্ন- এজন্য দায়ী কে? এজন্য কী ওয়াইসি দায়ী? সেজন্য কংগ্রেস আমাদেরকে যে ‘বিজেপি’র বি-টিম’ বলছে বাস্তবতার সঙ্গে তার কোনও সম্পর্কই নেই বলে মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

এ জাতীয় আরো সংবাদ

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১৭

নূর নিউজ

ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই: পুতিন

নূর নিউজ

টেক্সাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা:নিহত ১০

নূর নিউজ