গাজীপুরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

মিনহাজুর রহমান, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়া রাজ জানান, উপজেলার টেংরাবাজার এলাকার ‘রানার ফুটওয়্যার’ কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে আজ বিকেলের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুরের মাওনার দুটি ও গাজীপুর সদর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পর্যন্ত ড্যাম্পিয়ের কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনে গুদামে থাকা পরিত্যক্ত মালামাল এবং লেমিটেশন সেডে থাকা মেশিনপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

দালালদের বৈধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

নূর নিউজ

ওআইসি সম্মেলনে তালিবান সম্পর্কে যা বলল বাংলাদেশ

নূর নিউজ

বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

আনসারুল হক