ঘণকুয়াশার কারণে তুরস্কের ২৩৮টি ফ্লাইট বাতিল

ঘণকুয়াশার কারণে তুরস্কের ২৩৮টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। শনিবার ইস্তানবুলে বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ৫ ও ৬ ফেব্রুয়ারির দুই শতাধিক বাতিলের ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স। খবর ডেইলি সাবাহর।

তার্কিশ এয়ারলাইন্সের প্রেস অফিস থেকে জানানো হয়েছে, আবহাওয়ার অফিসের সতর্কবাতার পরিপ্রেক্ষিতে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

নাগরিকদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইট শিডিউল দেখে যাওয়ার জন্য বলা হয়েছে।

২৩৮ টি ফ্লাইটের মধ্যে ৭২টি অভ্যন্তরীণ। আর ১৬৬ টি আন্তর্জাতিক। আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ওআইসির নতুন মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা

আনসারুল হক

হামলা উপেক্ষা করে রমজানের ২য় জুমায় মসজিদুল আকসায় মুসুল্লিদের ঢল

নূর নিউজ

তুরস্কের সংবিধান সংস্কারের এখনই সময়: এরদোগান

আলাউদ্দিন