চলতি মৌসুমে ওমরাহ পালনের শেষ তারিখ ৩১ মে

সৌদি আরব ছাড়া চলতি মৌসুমে অন্য কোনও দেশ থেকে আসা মুসল্লিদের জন্য ওমরাহ করার শেষ তারিখ ৩১ মে।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমোতি দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে।

এ জন্য নির্ধারিত অনলাইন প্লাটফর্মে নির্ধরিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

করোনার কারণে গত দুই বছর বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। গত বছর কেবল মাত্র সৌদিতে বসবাসকারী ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পেয়ে ছিলেন।

এ বছর করোনার টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সি বিদেশিরা হজ পালন করতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

ঈদুল আজহা উপলক্ষে ৯৮৮ বন্দী মুক্তি দিচ্ছে আরব আমিরাত

নূর নিউজ

সন্ত্রাসী ইসরায়েলকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না-ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

ধ্বংসস্তূপ থেকে কুরআন খুঁজে-খুঁজে সংগ্রহ করছেন তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীরা

নূর নিউজ