ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়ে এনআইডি দেওয়ার দাবি

মুখের ছবির পরিবর্তে আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে হিজাবধারী পর্দানশীন নারীরা যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

‘পর্দানশীন মহিলা আনজুমান’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির যশোর শাখার সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আটকে রাখা হয়েছে। এ কারণে শিক্ষাক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছেন।

বক্তারা দাবি করেন, চেহারা ও ছবি দেখে পরিচয় শনাক্তের সেকেলে পদ্ধতি বাতিল করতে হবে। একই সাথে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালুর দাবি করেন তারা। নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় নারী সহকারী রাখা বাধ্যতামূলক করারও দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে এসব দাবিতে জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

নোয়াখালীতে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

নূর নিউজ

জুমার দিন যে সুরা তিলাওয়াত করলে বাঁচা যাবে দাজ্জালের ফেতনা থেকে

নূর নিউজ

মক্কা নগরীর মর্যাদা নিয়ে যা বলেছেন মহানবী সা.

নূর নিউজ