জাতীয় বা স্থানীয় নির্বাচনে হেফাজতের কোন সমর্থন নেই: আল্লামা সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোন সমর্থন নেই।

মঙ্গলবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রব্বানী সাক্ষরিত এক বিবৃতি থেকে এসব জানা গেছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে কোন কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আল্লামা সাজিদুর রহমান বলেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোন সমর্থন নেই। এমনকি নারায়নগঞ্জ সিটি নির্বাচনেও কারো পক্ষে কিংবা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে হেফাজতের কোন যোগসূত্র নেই।

হেফাজত মহসচিব বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রসূল (সা.), কুরআন-সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোন কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।

এ জাতীয় আরো সংবাদ

পদ্মা সেতুকে বলতেই হয় আমাদের সোনার সেতু: রুমিন ফারহানা

নূর নিউজ

কারও মাতব্বরি সহ্য করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

পাকিস্তানে বেশ সাড়া জাগানো নির্বাচন হয়েছে: প্রধান নির্বাচন কমিশনার

নূর নিউজ