জাতীয় স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশের পাশে জাপান সরকার সব সময় থাকবে। বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াই হাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, পদ্মাসেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রদূত। এরপর শহীদ বেদিতে জাতির শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে পরিদর্শন বইয়ে সই করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সব আনুষ্ঠানিকতা শেষে সকাল সোয়া ৮টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরোত-ই-খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।

এ জাতীয় আরো সংবাদ

আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

নূর নিউজ

দিনে কমে রাতে তাপমাত্রা বাড়বে

নূর নিউজ

বেড়েছে তাপমাত্রা; দূর হলো শৈত্যপ্রবাহ

নূর নিউজ