নতুন কর্মসূচি ঘোষণা করল জামাত

জামায়াতে ইসলামী পুলিশের অনুমতি না পাওয়ায় আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়াদী উদ্যোনে তাদের সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে।

শুক্রবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সমাবেশ স্থগিত করে আগামী ৬ আগস্ট সব জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে গত মঙ্গলবার সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর। কিন্তু অনুমতি না পাওয়ায় আজ এ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি।

এ উপলক্ষে দলটি গত ১ আগস্ট সমাবেশ নির্বিঘ্নে করার জন্য ডিএমপির কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছিল। কিন্তু সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের ডাক দিয়েছিল যৌথভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। তিন দফা দাবি আদায়ে এ সমাবেশের ডাক দিয়েছিল দলটি।

কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এ সমাবেশ করার কথা ছিল জামায়াতের। এর আগে গত ২৪ জুলাই দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেন। গত ২৮ জুলাই সারা দেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

এক দশক পর জামায়াত গত ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে।তাদের এ সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল। যা নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।

এ জাতীয় আরো সংবাদ

চাঁদ রোববার দেখা গেলে ঈদ সোমবার

নূর নিউজ

রাতের তাপমাত্রা বাড়ার আভাস

নূর নিউজ

পাঠ্যপুস্তক উৎসব হবে না, নতুন বই নেবেন অভিভাবকরা

আনসারুল হক